ঘোড়াঘাটে জেল হত্যা দিবস পালন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি //
রবিবার বিকালে-ঘোড়াঘাটে জেল হত্যা দিবস পালন উপলহ্মে র্যালী ও আলোচনা সভা হয়। জেল হত্যা দিবসের র্যালীটি পৌর আওয়ামীলীগ অফিস থেকে বের হয়ে কালিতলা গোলচত্বর হয়ে পুর্নরায় আজাদমোড় ফিরে আসেন। পরে আজাদমোড় পৌর আওয়ামীলীগ অফিস চত্বরে এক আলোচনা সভা হয়।
এতে পৌর আহবায়ক বেলাল হোসেন মন্ডলের সভাপতিত্বে-প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ রাফে খন্দকার সাহেনসাহ।অন্যাণ্যদের মধ্যে আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আসাদুজামান ভুট্টু,মুক্তিযোদ্ধা আঃ লতিফ মিয়া, আঃ হামিদ ও ইউনুছ আলী মন্ডলসহ আরো অনেকে।