অন্ধকার” শিরোনামে প্রথম মৌলিক গানে বাজিমাত “আজাদ রাহী’র

এম.এ. আলম শুভ //
“অন্ধকার” শিরোনামে প্রথম মৌলিক গানে কন্ঠ দিয়েছেন আজাদ রাহীর । তার সাথে গেয়েছেন তানিশা ইসলাম শেনীজ এবং গানটি লিখেছেন আজাদ রাহী নিজেই, এবং গানটির সুর ও সংগীত করেছেন আভরাল সাহির। গানটি ইরফান সাজ্জাদ এবং তানজীন তিশার অভিনীত “তুমি রবে নীরবে” নামক একটি নাটকে প্রচার করা হয়। নাটকটির ভিডিও পরিচালনা করেন মনসুর আলম নির্ঝর। পরবর্তী সময়ে আজাদ রাহী গানটির জনপ্রিয়তা পাওয়ার পর নিজেই একটি মিউজিক ভিডিও করেন এবং মিউজিক ভিডিওটির নির্মান করেন সোহেল রাজ। ইতিমধ্যে গানটির ইউটিউব ভিউস প্রায় ১০ লক্ষ অতিক্রম ছড়িয়েছে। আজাদ রাহীর নিজের “আজাদ রাহী” নামক তার অফিসিয়াল চ্যানেল ও আরো একটি ইউটিউব চ্যানেলে ১০ লক্ষ এর কাছাকাছি ভিউস হয়েছে এবং অনলাইন ওয়েব লিংক এ প্রায় ২.৫ কোটি এর বেশি মানুষ গানটি শুনেছেন পাশাপাশি ফেসবুক সোশাল মিডিয়া তে বিভিন্ন ফেসবুক পেজ এবং হাজার হাজার মানুষের পোষ্ট ও শেয়ার এর মাধ্যমে গানটি সব খানে ছড়িয়ে পড়ে। গানটির ইউটিউব কমেন্টে গেলেই বুঝা যায় গানটির প্রতি শ্রোতাদের ভালোবাসা কতটুকু। আজাদ রাহী বলেন এটাই তার প্রথম এবং শেষ গান কিন্তু অন্ধকার এর মত আবারো কোন গান যদি সে লিখতে পারে সে আবারো একটি নতুন গান নিয়ে ফিরবে। ধন্যবাদ জানিয়েছেন প্রিয় বড় ভাই আভরাল সাহির কে এবং ছোট ভাই অভি কে এবং অন্ধকার এর সাথে থাকা সবাইকে।