রুমা সাঙ্গু কলেজ ছাত্রলীগের উদ্যোগে নবীন বরণ অনুষ্টানের আয়োজন।

ডেভিড সাহা,বান্দরবান :
রোজ শনিবার সকাল ১০ ঘটিকা নবীন বরণ অনুষ্টান শুরু করেন এতে উপস্তিত ছিলেন উদ্বোধন করেন বাবু সুইপ্রুচিং মার্মা, অধ্যক্ষ রুমা সাঙ্গু সরকারি কলেজ।প্রধান অতিথি মিসেস নুম্রাউ মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান, রুমা উপজেলা পরিষদ।বিশেষ অতিথি : বাবু থাংখাম লিয়ান বম,পুরুষ ভাইস চেয়ারম্যান রুমা উপজেলা পরিষদ। বাবু শৈমং মার্মা( শৈবং,) চেয়ারম্যান ২ নং সদর ইউনিয়ন পরিষদ।বাবু রতন কান্তি দাশ যুগ্ন সাধারন সম্পাদক, রুমা উপজেলা আওয়ামিলীগ।বাবু সুধীর দাশ যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক রুমা উপজেলা আওয়ামিলীগ।বাবু কাঞ্চন কর্মকার ,সাধারন সম্পাদক আওয়ামী যুবলীগ রুমা উপজেলা শাখা।মোঃ শাহাজাহান, সাধারন সম্পাদক রুমা উপজেলা ছাত্রলীগ ।সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি নুথোয়াই প্রু মার্মা। সঞ্চলনায় ছিলেন অংকন দাশ সাধরন সম্পাদক রুমা সাঙ্গু সরকারি কলেজ। উক্ত অনুষ্টানে অতিথি বৃন্দুরা শিক্ষার্থীদের উদেশ্য করে বলেন। পড়ালেখার পাশাপাশি জাতে রাজনিতিতে অংশ গ্রহন থাকে। যাতে পড়ালেখার ক্ষতি করে রাজনিতি না হয়। রাজনিতি করতে হলে ভালো শিক্ষা ও অর্জন করতে হবে তা না হলে কোনও লাভ নাই।এবং আরো বলেন আমরা আজ যারা অতিথীর আসনে বসে আছি। একদিন আমরা ও তোমাদের মত ছাএ ছিলাম। আমরা ও ছাই যে তোমরা ও এক দিন আমাদের মত এই আসনে এসে বসতে পাড়।