৫ম উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপে তিতাস উপজেলা প্রতীক বরাদ্দ, নির্বাচনী প্রচার শুরু

মো:জহিরুল ইসলাম (পাশা) : আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ১৪/৩/২০১৯ ইং রোজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা তিতাস উপজেলা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন কুমিল্লা জেলা রিটানিং ও নির্বাচন কর্মকর্তা।
তিতাস উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান তিতাস উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মো: শাহিনুল ইসলাম সোহেল শিকদার (নৌকা প্রতিক)
তিতাস উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা আওয়ামিলীগের সদস্য মো: পারভেজ হোসেন সসরকার সতন্র ( আনারস প্রতীক)
তিতাস উপজেলা প্রতিস্টাতা সাবেক ছাত্র লীগের সভাপতি বর্তমান তিতাস উপজেলা আওয়ামি যুবলীগের আহ্বাবায়ক মো: সাইফুল ইসলাম মুরাদ ( তালা প্রতীক)
তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি / সাধারন সম্পাদক বর্তমান কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক মো: ফরহাদ আহম্মেদ ফকির ( টিউব ওয়েল প্রতীক) তিতাস উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়াম্যান সামিয়াসুলতানা শিলা ( কলসি প্রতীক ) তিতাস উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক জনাবা ফরিদা ইয়াসমিন ( ফুট বল প্রতীক) তিতাস উপজেলা আওয়ামি যুবলীগের যুগ্ন আহ্বায়ক মো: নাজমুল হাসান কিরনের সহধর্মিনী মোসামৎ নাছিমা আক্তার
( বৈদ্যুতিক পাখা) তিতাস উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান কুমিল্লা উত্তর জেলা আওয়ামিলীগের সদস্যা গ্যাস কন্টাকটর ও আওয়ামীলীগ নেতা মো: মজিবর রহমানের সহ ধর্মিনী জনাবা নুর নাহার পাভিন ( পদ্ম ফুল প্রতীক) শাকিলা পারভিন (প্রজাপতি প্রতীক) ছালেয়া বেগম ( হাঁস প্রতীক)
একই প্রতীকের একাধীক প্রার্থীদের মধ্য ও প্রার্থীদের উপস্থিতাতে লটারীর মাধ্যমে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন,প্রতীক পাওয়ার পরপ্রার্থীদের নিজ এলাকায় প্রতীকের শ্লোগান শুরু হয় ডিজিটাল প্রচারনায় ব্যাস্ত সকল প্রার্থীদের অনুসারীরা, চা স্টল রাস্তা ঘাটে চলছে ভোটের প্রচারনা ভোটারাও হিসেব নিকেশ শুরু করে দিয়েছে কে হবে আসন্ন উপজেলা পরিষদের চেয়াম্যান ভাইস চেয়ারম্যা,ও মহিলা ভাইস চেয়াম্যা।