বান্দরবান রুমা বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মংচিংথোয়াই মৃত্যু

ডেভিড সাহা, ক্রাইম প্রতিনিধি, বান্দরবান // রুমা বাজার আদশ সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মংচিংথোয়াই গত ৯ নভেম্বর বেলা ১:৪৫মিঃ শেষ নিশ্বাষ ত্যাগ করেন তিনি অতিসাধারন একটি পরিবারের সাদাসিদে লোক ছিলেন। তার জম্ম: ১৫/০৮/১৯৭৭ খ্রি: মৃত্যু: ৯/১১/২০০১৮ ইং তার পিতার নাম মৃত ইযুইপ্রু মামা, মাতা মৃত মাশেচিং, জম্ম স্থান: মিনঝিরি পাড়া, বর্তমানে: আশ্রমপাড়া, রুমাবাজার গত ২১/০৭/২০০১ইঃ সহকারী পদে কংগো পাড়া সঃপ্রঃবিঃ যোগদান করেন, পরে পদোন্নতি পেয়ে গত ২৪/০২/২০০৯ইঃ সালে পলিকাপাড়া সঃপ্রঃবিঃ যোগদান করেন, তার পর গত ২৮/২/২০০১০ইঃ রুমাবাজার সঃপ্রঃবিঃ ১২/২/২০১৭ইঃ যোগদান করেন, তার শিক্ষাগত যোগ্যতা বি এস এড রুমা উপজেলার শিক্ষক সমিতির সভাপতি, পরিক্ষা চলাকালিন হঠাৎ মৃত্যুবরণ করেন এতে এলাকা বাসী গবীর শোক প্রকাশ করেন।