কক্সবাজারে পৃথক অভিযানে ৮২ হাজার ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারে সদরে ৮২ হাজার ইয়াবাসহ চার মাধক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের লিংকরোড় পলিটেকনিক্যাল কলেজের সামনে র্যাবের তল্লাশি চৌকিতে উক্ত ইয়াবা সহ ৪পাচার কারিকে আটক করা হয়। আটকৃতরা হলেন- মো. লোকমান (২২), মো. মেহেদি (৩০), মো. লিটন (৩৪) ও মো. সুমন (৩১)।এসময় মাধক কারবারিদের ব্যবহুত একটি পিকআপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।এবিষয়ে যোগাযোগ করা হলে কক্সবাজার র্যাব-৭এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।