গোলাপের রহস্য উন্মোচন

ফ্রান্সের লিও শহরে এ গবেষণা প্রকল্পটির নেতৃত্ব দিয়েছেন বিজ্ঞানী মোহাম্মদ বেনদাহমানে। তিনি বলছেন, আট বছর ধরে গবেষণার পর তারা ৩৬ হাজার ৩৭৭টি জিন চিহ্নিত করেছেন। খুঁজে পেয়েছেন কোনো জিন গোলাপের গন্ধ তৈরি করে, কোনো জিন রঙ এবং কোনটি ফুলের স্থায়িত্ব বাড়ায়। আর এ গবেষণায় যুক্ত ছিলেন ফ্রান্স, জার্মানি, চীন ও ব্রিটেনের ৪০ বিজ্ঞানী।গোলাপের জিন নকশা অবাক করেছে বিজ্ঞানীদেরও। তারা বলছেন, জিনোম সিকোয়েন্সের দিক দিয়ে গোলাপ স্ট্রবেরির খুব কাছের প্রজাতি। তারা গবেষণা শুরু করেছিলেন ‘ওল্ড ব্লাশ’ নামের এক জাতের গোলাপ নিয়ে। চীন থেকে ওই জাতের গোলাপ ইউরোপে যায় অষ্টাদশ শতকে।
কয়েক হাজার বছর আগে সম্ভবত চীনারাই প্রথম বাগানে গোলাপ চাষের সূচনা করেছিল। তবে রোমান যুগে সুগন্ধি আর রঙিন কাগজ তৈরির জন্য মধ্যপ্রাচ্যে ব্যাপক হারে এ ফুলের চাষ হতো।
এদিকে নতুন এ আবিষ্কারের ফলে গোলাপ চাষিরা এখন আরও সুন্দর রঙ ও মিষ্টি গন্ধের নতুন নতুন জাতের গোলাপ উৎপাদন করতে সমর্থ হবেন। এমনকি পোকাও ধরবে না ও ফুলদানিতে আরও বেশি দিন তাজা থাকবে সেই বাহারি গোলাপ।