১৩০৬৭ ইয়াবা ও হেরোইনসহ ডিএমপি’র অভিযানে গ্রেফতার ৭২

দিন প্রতিইন ডেস্ক:ন ডেস্ক: রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৭২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩০৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯১ গ্রাম হেরোইন, ১০০ বোতল ফেন্সিডিল, ২৫ লিটার দেশী মদ, ৭ কেজি ৩৭০ গ্রাম ৩০ পুরিয়া গাঁজা ও ৩০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
২৪ জুলাই, ২০১৮ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।